এক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত বাংলাদেশের কণ্ঠশিল্পী নোবেল। এক বৃদ্ধ মানুষকে বাঁচাতে গিয়েই গায়ক আহত হন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে আর একটি পোস্ট শেয়ার করেন গায়ক। তাতে দেখা যায় তাঁর ডান চোখে ব্যান্ডেজ। সেই ছবির ক্যাপশনে নোবেল লেখেন, “আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।” নোবেলের ওই কমেন্টে ভিড় করেছিল মিশ্র প্রতিক্রিয়া। দুর্ঘটনা নিয়ে ‘মজা করায়’ তাঁকে কটাক্ষ করেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। অনেকের আবার দুর্ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এরপর শুক্রবার নিজের রক্তাক্ত ছবি পোস্ট করে নোবেল জানান, এক বয়স্ক মানুষকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সারা শরীরে সেলাই পড়েছে বেশ কয়েকটি। নোবেল লেখেন, “এক বয়ষ্ক লোক অসতর্ক ভাবে রাস্তা পার হচ্ছিলো। তাঁকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারন লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।” ছবিতে দেখা যাচ্ছে ডান দিকের ভুরুতে গভির ক্ষত হয়েছে তাঁর। বৃদ্ধ মানুষকে বাঁচানোর কাজে জুটেছে প্রশংসা আবার একইসঙ্গে বিতর্কিত গায়ককে কেন্দ্র করে উঠেছে প্রশ্নও। যদিও তাঁর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা।