‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র ক্যামেরার পেছনের গল্প আসছে সোশ্যাল মিডিয়ায়

এক ঝাক তারকাদের নিয়ে পরিচালক রাজর্ষি দে তৈরি করে ফেলেছেন তাঁর নতুন ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। এই ছবিতে যেন চাঁদের হাট বসেছে। অর্পিতা চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, কৌশিক সেন, রিচা শর্মা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, রাহুল অরুণোদয় ব্যানার্জি, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচি, প্রিয়াঙ্কা রতি পাল, এবং আরও অনেকে। প্রায় গোটা টলি-পরিবার। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতেই পরিচালকের এই ছবি। যদিও সত্যজিতের ‘কাঞ্চনজঙ্ঘা’-র সঙ্গে এই ছবির কোনও মিল নেই। একেবারেই মৌলিক গল্প নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক। পয়লা বৈশাখে এই ছবির পোস্টার সকলের সামনে এসেছে। খুব শীঘ্রই ছবির ট্রেলার মুক্তি পাবে। তবে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় ছবির রিলিজ নিয়ে চিন্তা-ভাবনা করছে গোটা টিম। তবে পরিচালক আশাবাদী, করোনা-পরিস্থিতি একটু ঠিক হলেই মুক্তি পাবে এই ছবি। প্রায় গোটা টলিউডকে নিয়েই পরিচালক বানিয়ে ফেলেছেন এই ছবি। ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ মূলত একটা পরিবারের গল্প। একটা পরিবারের ভাই-বোনেদের রিইউনিয়ন। সবাই মিলে তাঁরা বেড়াতে গিয়েছেন দার্জিলিঙে। বেড়াতে গিয়েই সম্পর্কের পরতগুলো এক এক করে খুলবে। সম্পর্কের ঘূর্ণিপাকে তরতরিয়ে এগোবে ছবির গল্প। দার্জিলিঙ ছাড়াও উত্তরবঙ্গের আরও কয়েকটি জায়গায় শুটিং হয়েছে। অক্টোবরের শেষে শুরু হয়েছিল শুটিং। এক ঝাঁক তারকা, আউটডোর—হই হই করে শুটিং করেছে গোটা টিম। পরিবারের গল্প তো সিনেমার পর্দায় মানুষ দেখবেই, কিন্তু ক্যামেরার পেছনে শুটিং চলাকালীন তারকা-পরিবারদের গল্পও তো কম রোমাঞ্চকর নয়! একটা শুটিং মানে তো শুধু ‘অ্যাকশন-কাট’ নয়, কত গল্প, কত পরিশ্রম,কত খুনসুটি,মজা,রাগ-অভিমান জমা হতে থাকে। ক্যামেরার পেছনেও সবার অজান্তে চুপি চুপি তৈরি হতে থাকে আস্ত একটা সিনেমা। এই ক্যামেরার পেছনের এই ‘সিনেমা’-কেই ক্যামেরাবন্দী করেছেন পরিচালক। সেই ক্যামেরার পেছনের ‘সিনেমা’-ই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেতে চলেছে। পরিচালক এই সিনেমার নাম দিয়েছেন ‘আমাদের বাড়ি’। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী তনুশ্রী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার দিয়ে এই কথা জানিয়ে লিখেছেন, “দারুণ অভিজ্ঞতা। এই ছবির কলা-কুশলীরা আমার পরিবারের মত। খুব মজা করে শুটিং করেছি। দেখুন তার কিছু ঝলক।”ছবিটি প্রযোজনা করেছেন অক্ষত কে পান্ডে এবং শিল্পী এ পান্ডে।

সপরিবারে

Posted by Rahul Arunoday Banerjee on Friday, 23 April 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *