সিনেমা হল চালুর আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক

আগামী ১৫ অক্টোবর থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং থিয়েটার খুলে যাচ্ছে। তার আগে মঙ্গলবার সকালে নিয়মবিধির একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাতে বলা হয়েছে, অডিটোরিয়ামের বাইরে, কমন এরিয়া এবং ওয়েটিং এরিয়া, সব জায়গায় অন্তত ছ’ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সকলের মাস্ক পরা বাধ্যতামূলক। বাইরে লাইন দেওয়া থেকে, হলের ভিতর বসে ছবি দেখা, মুখে মাস্ক থাকতে হবে সারাক্ষণ। সিনেমা হলের প্রবেশ ও বেরোনোর দরজা এবং কমন এরিয়া, সব জায়গাতেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। তবে গোটা ব্যাপারটাই হতে হবে ‘টাচ-ফ্রি মোডে’। অর্থাত্‍ এমন ব্যবস্থা করতে হবে যাতে হাত দিয়ে স্পর্শ না করেই বোতল থেকে স্যানিটাইজার নেওয়া যায়। সংক্রমণ এড়াতে অনলাইন টিকিট বুকিং, খাবার এবং পানীয় কেনার সময় ই-ওয়ালেট বা কিউ আর কোড ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছে। টিকিট বুকিংয়ের সময় গ্রাহকের ফোন নম্বর লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সিনেমা হল এবং অডিটোরিয়াম কর্তৃপক্ষকে। যাতে কেউ আক্রান্ত হলে তাঁর সংস্পর্শে কে কে এসেছেন, তাঁরা কোথায় থাকেন, কোথাও গিয়েছেন কি না, সে সব খুঁজে নথিবদ্ধ করা যায়। হাঁচি-কাশির সময় যাতে রুমাল, টিস্যু পেপার বা কনুই দিয়ে মুখ-নাক ঢাকা থাকে এবং সেই টিস্যু পেপার যাতে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়, তা-ও মেনে চলতে বলা হয়েছে। কোনওরকম অসুস্থতা দেখা দিলে, যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট এলাকার হেল্পলাইনে ফোন করে জানানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। যত্রতত্র থুতু ফেলা যাবে না। সকলের ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে। হলে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। শুধুমাত্র উপসর্গহীনদেরই হলে ঢুকতে দেওয়া হবে। সাধারণত লাইন দিয়েই হল থেকে বেরিয়ে আসেন দর্শক। কিন্তু নির্দিষ্ট সারি ধরে যদি দর্শকদের বেরনোর ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে ভিড় খানিকটা সামাল দেওয়া যাবে বলে মত সরকারের। মাল্টিপ্লেক্সগুলিতে একসঙ্গে অনেকগুলি প্রেক্ষাগৃহে ছবি চালানো হয়। সেক্ষেত্রে একই সময়ে ছবি শুরু হয়, বিরতিও হয় একই সময়ে, আবার সিনেমা ভাঙেও একই সময়ে। তাতে একসঙ্গে অনেক মানুষের জটলা বাঁধার সম্ভাবনা থাকে। তাই তা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। হলকর্মীদের ক্ষেত্রে নিয়মিত স্যানিটাইজেশন, গ্লাভস, বুট, মাস্ক এবং পিপিই-র বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে সিনেমা হলের বাইরে, ভিতরে, বিরতির সময় শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা নিয়ে দর্শককে সতর্ক করতে হবে। আপাতত কন্টেনমেন্ট জোনগুলির বাইরেই সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং থিয়েটার খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সামাজিক দূরত্ব বজায় রাখতে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ ভরানো যাবে। বাইরে থেকে খাবার নিয়ে ঢুকতে পারবেন না দর্শক। তবে প্যাকেটজাত খাবার নিয়ে হলে ঢোকা যাবে। এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেদের মতো অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে পারে। তবে কনটেনমেন্ট জোনে কোনও সিনেমা হল খোলা যাবে না। এক নজরে দেখে নিন সেই নির্দেশিকা –

🔵 ১৫ অক্টোবর থেকে খুলবে সিনেমা হল।
🔵 আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
🔵 যে আসন দর্শকশূন্য থাকবে, সেগুলিকে চিহ্নিত করতে হবে।
🔵 হ্যান্ডওয়াশ এবং হ্যান্ড স্যানিজাইটার রাখতে হবে।
🔵 থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে। শুধুমাত্র উপসর্গহীন দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
🔵 টিকিটের জন্য ডিজিটাল পেমেন্টের সাহায্য নিতে হবে।
🔵 হলের বাইরে ওয়েটিং জোনে বা অন্যত্র অন্তত ৬ ফুটের শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।
🔵 প্রেক্ষাগৃহ নিয়মিত পরিষ্কার করতে হবে।
🔵 পর্যাপ্ত সংখ্যক কাউন্টার রাখতে হবে।
🔵 বিরতির সময় দর্শকের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।
🔵 শারীরিক দূরত্ব বজায় রেখে দর্শকের আসন বিন্য়াস করতে হবে।
🔵 এমনভাবে হলের ভেতর বসার বন্দোবস্ত করতে হবে যাতে দর্শকদের মধ্যে যথেষ্ট ব্যবধান থাকে।
🔵 সিঙ্গল স্ক্রিনে দুবার ছবি দেখানোর ফাঁকে যথেষ্ট সময়ের ব্যবধান রাখতে হবে।
🔵কনট্যাক্ট ট্রেসিংয়ের জন্য দর্শকের মোবাইল নম্বর লিখে রাখা হবে।
🔵 হলের ভিতরে শুধুমাত্র প্যাকেটজাত খাবার নিয়ে প্রবেশের অনুমতি মিলবে।
🔵 একাধিক খাবার এবং পানীয়ের স্টল রাখতে হবে।
🔵 যত্রতত্র থুতু ফেলা একেবারে চলবে না।
🔵 শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত নয়া নিয়মকানুন কঠোরভাবে পালন করতে হবে। অর্থাত্‍ হাঁচি কাশির সময় মুখ ও নাক ঢাকা থাকতেই হবে। এ জন্য টিস্যু, রুমাল বা কনুই দিয়ে ঠিকমত মুখ ঢাকতে হবে।
🔵 দর্শকের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে, ইত্যাদি।
🔵করোনা সংক্রান্ত নানা সাবধানতামূলক ঘোষণা ছবি শুরুর আগে, ইন্টারভ্যালে এবং ছবির শেষে চালাতে হবে।
🔵কর্মীদের জন্যও রাখতে হবে যথেষ্ট সংখ্যক মাস্ক, গ্লাভস, বুট, পিপিই কিট ইত্যাদির ব্যবস্থা।
🔵প্রেক্ষাগৃহের এসির তাপমাত্রা থাকতে হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি।

This image has an empty alt attribute; its file name is sop1.jpeg
This image has an empty alt attribute; its file name is sop2.jpeg
This image has an empty alt attribute; its file name is sop3.jpeg
This image has an empty alt attribute; its file name is sop4.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *