অনুষ্ঠিত হল বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড

অনুষ্ঠিত হল বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড। কলকাতার এক পাঁচতারা হটেলে বসেছিল অনুষ্ঠানের আসর। মৃন্ময় কাঞ্জিলালের উদ্যোগে অয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার, জনাব তৌফিক হাসান (বাংলাদেশ ডেপুটি হাই কমিশনর), অভিনেতা খরাজ মুখার্জি, রাহুল বর্মন, সম্রাট মুখার্জি, মৌবনী সরকার, সমিধ মুখার্জি প্রমুখ। অ্যাওয়ার্ডের পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে ‘১৯তম টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২১’-এর পোস্টারও লঞ্চ করা হয়। আগামী ১৩ জুন সায়েন্স সিটি অডিটোরিয়ামে ‘টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২১’-এর অনুষ্ঠান হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে কৃতিতের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর মঞ্চ থেকে। পাশাপাশি এদিন ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। সেখানে সঙ্গীত পরিবেশন করেন রূপঙ্কর বাগচি, জোজো, লগ্নজিতা চক্রবর্তী, গুরুজিত সিং, মেখলা দাশগুপ্ত, তথাগত সেনগুপ্ত। এক নজরে দেখে নেওয়া যাক এবারের বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এ পুরষ্কার প্রাপকের তালিকাঃ

কিংশুক সাহা – ভোজ ক্যাটারার

স্নেহা কারিওয়ালা – গাতিম ফ্যাশনস

সায়নদীপ ধর – উদীয়মান উদ্যোগপতি

বিশ্বজিত ঘোষ – সাই ফুড

অঙ্কিত ভট্টাচার্য এবং শুভজিত ঘোষ – মাইডরুট

রাজু সাহা – এন এক্স হোটেল

গৌরদাস সাহা – পারুল প্রকাশনী

প্রমোদ আনন্ত – অলোকানন্দা আর্ট

হাসিবুর রেজা কল্লোল – চিত্র পরিচালক (বাংলাদেশ)

সূর্য সিনহা – উইনার্স ট্র্যাক পরিবার, এন জি ও

সোমু মিত্র – সোশ্যাল অ্যক্টিভিস্ট

সেখ আসাদুল – সস্তা আরোগ্য

ইন্দ্রনীল দে – আয়রনী ফার্নিচার

সুব্রত দত্ত – জর্জ টেলিগ্রাফ

প্রসেনজিৎ সাহা – মনজিনিস

শুভাশিষ সাহা – কারুকৃত

ভেদপ্রকাশ ওঝা – মোটিভেটর

প্রণব চন্দ্র – মুখরোচক চানাচূড়

ফিরদৌসুল হাসান – ফ্রেন্ডস কমিউনিকেশন

লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জী – ম্যাজিক মোমেন্টস

প্রোফেসর ডঃ সুজয় বিশ্বাস – টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এন্ড গ্রুপ

তমাল মুখার্জী – আইনজীবী

ছন্দা চক্রবর্তী – স্পাইসেস এন্ড সসেস

দেবাশীষ দত্ত – জি ডি ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেড

কল্লোল ঘোষ – আনন্দঘর

সোহানী হোসেন – উদ্যোগপতি (বাংলাদেশ)

ডঃ অনিল কাশী মুরাকা – উদ্যোগপতি

উমেশ আগরওয়াল – উদ্যোগপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *