করোনার অতিমারী আমাদের জীবনটাই বদলে দিয়েছে। কিন্তু তারপরেও বহু শিক্ষিত মানুষের মধ্যে সচেতনার অভাব দেখা যাচ্ছে। এই সব মানুষদের দেখে হতবাক বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকর। তিনি বললেন, “মৃত্যুর হারটা কমেছে এটা ভালো খবর। তবে অনেক পরিবারের ক্ষেত্রে কোরোনা আক্রান্ত হয়ে বাড়িতে বসে দিন কাটানোর ক্ষমতাটুকু নেই তাদের। তারা হয়তো দিনমজুরের কাজ করেন, প্রতিদিনের কাজ করে সেই মতো পারিশ্রমিক পান। বাড়ি বসে থাকলে তাদের চলবে কেমন করে ?” “মানুষ এমন ভাব করছেন যেন এটা একটা সামান্য জ্বর বা ফ্লু। শিক্ষিত মানুষরাও ভাবছেন যে পরিস্থিতি তো স্বাভাবিক হয়ে গেছে, মাস্ক পরে কী হবে ? এই অতিমারী আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে, তাও আমরা কিছু শিখতে পারছি না।”, আক্ষেপ অভিনেত্রীর। সবাইকে দায়িত্বশীল হওয়ার আবেদনও করেছেন ভূমি।