প্রকাশ্যে এলো পরিচালক সপ্তাশ্ব বসুর পরিচালনায় ছবি ‘ডঃ বক্সী’-তে অভিনেতা বনি সেনগুপ্তের চরিত্রের এক ঝলক। এসএমভি মুভিজ প্রযোজিত এই ছবিতে রয়েছে শুভশ্রী গাঙ্গুলী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ও। ছবির টিজার জুড়ে দেখা গিয়েছে পরমব্রতকে, যেখানে নিজেকে ডঃ বক্সী-র পরিচয় চিহ্নিত করেন। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে শুভশ্রীর লুক, যেখানে তাঁর নাম মৃণালিনী সেন, যিনি একজন লেখিকা। ছবিতে বনি সেনগুপ্তের নাম আদিত্য। পরিচালক সপ্তাশ্ব বসুর আগামী ছবি ‘জতুগৃহ’ যেখানে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্তকে। সামনে আসতে চলেছে অভিনেতার বেশ কয়েকটি ছবি। সদ্য প্রকাশ পেয়েছে পরিচালক সুমিত সাহিলের ছবি ‘মরীচিকা’র পোস্টার।
https://www.instagram.com/tv/CbPHUB9Fd_n/?utm_source=ig_web_copy_link