পরিচালক রাহুল মুখার্জীর পরিচালনায় আসতে চলেছে ভালোবাসার এক অন্য কাহিনী নিয়ে ‘কিশমিশ’। সদ্য প্রকাশ পেয়েছে দেব-রুক্মিণী অভিনীত ছবি ‘কিশমিশ’-এর ট্রেলার। আগামী ২৯শে এপ্রিল মুক্তির পেতে রাহুল মুখার্জীর পরিচালনায় ‘কিশমিশ’। ছবিতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া প্রমুখ অভিনেতাদেরও। ছবিতে দেব অর্থাৎ কৃশাণুর বাবার চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় এবং মায়ের চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু। ছবিটিতে রুক্মিণীকে রোহিণী চরিত্রে দেখা যাবে। ছবিতে দেব তথা কৃশাণুর আর এক নাম টিনটিন, ট্রেলারে নিজেকে ফেলু দা নামেও ডেকেছে দেব। ইতিমধ্যেই অভিজিৎ সেনের পরিচালনায় ‘টনিক’ ছবিটি এখনও প্রেক্ষাগৃহে চলছে তাঁর মধ্যেই আসতে চলেছে নতুন ছবি ‘কিশমিশ’। অনুরাগীরা ভালোবাসার এক অন্য কাহিনী দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।