দিদি নম্বর ১-এর সেটে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা ডুমুরজলা স্টেডিয়াম চত্বরে। রচনার আমন্ত্রণে সাড়া দিয়ে জি বাংলার রিয়েলিটি শোয়ে হাজির হলেন বাংলার দিদি। কেবল হাজির থাকছেন তাইই নয় রিয়্যালিটি শোয়ের সমস্ত খেলাতেও অংশ নেবেন তিনি। এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। ওই রিয়্যালিটি শোয়ে প্রায়ই নিজেদের জীবন যুদ্ধের গল্প শেয়ার করেন দিদিরা। এবার এই মঞ্চে শোনা যাবে মুখ্যমন্ত্রীর লড়াইয়ের অজানা কিছু কাহিনি। আজ ডুমুরজলা স্টেডিয়ামে বিশেষ পর্বের শুটিং। এই এপিসোডে থাকছেন সৌরভ-ঘরণি ডোনা গাঙ্গুলিও। থাকবেন অরুন্ধতি হোম চৌধুরী। এমনকী এপিসোডে প্রতিযোগীদের জন্য গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সি, গায়ক রূপঙ্কর বাগচি এবং শিবাজি চট্টোপাধ্যায়কে।