৬ বছর আগে করা ভুলের জন্য ক্ষমা চাইলেন বিক্রান্ত ম্যাসি

২০১৮ সালে ভগবান রাম এবং দেবী সীতার কার্টুন পোস্ট করার জন্য বিক্রান্ত ম্যাসির ট্য়ুইট বিতর্কের সৃষ্টি করে। ৬ বছর আগের করা সেই ট্যুইটের জন্য ক্ষমা চাইলেন বিক্রান্ত। বিক্রান্ত পোস্টটির জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ট্যুইটিতে দেখা গিয়েছিল সম্পাদকীয় কার্টুন দেবী সীতা রাম ভক্তদের উদ্দেশে মন্তব্য করছেন। অভিনেতার পোস্টটি পোস্ট শেয়ার করার সঙ্গে কটাক্ষের শিকার হয়ে পড়েন। বর্তমানে অভিনেতা পোস্টটি ডিলিট করে দেন। শুধু তাই নয় এক্স হ্যান্ডেলে ক্ষমাও চান। অভিনেতা ওই পোস্টকে উল্লেখ করে বলেন যে, মানুষ বা কোনও সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করার তাঁর কোনও উদ্দেশ্য ছিল না। অভিনেতা ক্ষমা চেয়ে পোস্টে লেখেন, ‘২০১৮ সালে আমার ট্যুইটগুলির মধ্যে একটির প্রসঙ্গে, আমি কিছু কথা বলতে চাই। হিন্দু সম্প্রদায়কে আঘাত করা, অপমান করা বা অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। আমি হটকারিতায় পোস্টটি শেয়ার করি, কিন্তু আজ যখন এটি নিয়ে ভাবি তখন মনে হয়, কার্টুন ছাড়াও আমি বার্তাটা সকলের কাছে পৌঁছে দিতে পারতাম। আমি অত্যন্ত নম্রতার সঙ্গে যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে চাইছি। আপনারা সবাই জানেন যে, আমি সব ধর্ম, বিশ্বাস ও ধর্মকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি।’