শুরু হয়ে গিয়েছে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পুতুলনাচের ইতিকথা’ ছবির শুটিং। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কাহিনী নিয়ে তৈরি এই ছবি। তবে পরিচালক নিজের মতন বিষয়টি সাজিয়ে নিয়েই তৈরি করেছেন ছবিটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। রয়েছেন জয়া আহসান, পরমব্রত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়ও। ছবি ‘পুতুলনাচের ইতিকথা’-র সাজসজ্জা ও পোশাকের দায়িত্বে রয়েছেন শুচিস্মিতা দাশগুপ্ত।