ছোটপর্দার জনপ্রিয় চেনা মুখ অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের। এইবার তাঁকে দেখা যাবে বড়পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করতে। আগে তাঁকে বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা গেলেও মুখ্য চরিত্রে কিংবা নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। প্রথমবার বড়পর্দায় মুখ্য চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়কে। পরিচালক অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি ‘বিদূষক’। ছবিতে অভিনয় করতে দেখা যাবে গৌতম হালদারকে। তাঁর বিপরীতেই অভিনয় করবেন অভিনেত্রী। ছবি ‘বিদূষক’-এর শুটিং আরম্ভ হবে আজ প্রথমবার থেকেই।