অফ স্ক্রিন হোক বা অন স্ক্রিন, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর কেমিস্ট্রি সবসময়েই অনুরাগীদের মুগ্ধ করেছে। তাঁদের ভালোবাসা বারবার প্রকাশ্যে এসছে। আবারও ‘দীপবীর’-এর ‘কাপল গোল’ প্রকট হল। রণবীর সিং দীপিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি করেছেন। ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী দীপিকার মুখ থেকে একটিবারের জন্য চোখ ফেরাতে পারছেন না রণবীর। দীপিকাও তাঁর সুদর্শন স্বামীর প্রেমে ডুবে রয়েছেন। কমেন্টে তিনি লেখেন, ‘টু হ্যান্ডসাম’। ‘খিলজি’ পরে আছেন বেগুনি রঙের টি-শার্ট এবং ব্লু ডেনিম জিনস। অন্য দিকে দীপিকা রয়েছেন অফ-হোয়াইট টি শার্ট এবং ব্লু জিনস। একটি নয় মোট তিনটি ছবি পোসট করেছেন রণবীর। বাকি দুই ছবিতে রণবীর-দীপিকার সঙ্গে রয়েছেন আরও দু’জন।
https://www.instagram.com/p/CMzcH4BhTH4/?utm_source=ig_web_copy_link