করণ জোহর এবং শাহরুখ খান-এর বন্ধুত্বের কথা সকলেরই জানা। কিন্তু বন্ধু হিসাবে শাহরুখ খান কেমন? এবার সেকথা করণ নিজের বইতে জানালেন। করণ স্পষ্ট জানিয়েছেন শাহরুখ বন্ধু হিসাবে খুব ‘পজেজিভ’। একটু নাছোড়বান্দা। তাঁকে ছাড়া ছবি করার কথা ভাবলেই করণের ওপর অভিমান করেন কিং খান। করণ অবশ্য তাঁর বইতে স্বীকার করেছেন তিনি তখনই শাহরুখ খানকে বাদ দিয়ে ছবি করার কথা ভাবেন যখন ওঁর মনে হয় কিং খান তাঁকে তেমন আগের মত পাত্তা দিচ্ছেন না। তখন করণের আবার গোসা হয়। তিনি রাগ করে কিং খানকে বাদ দিয়ে দেন। করণ মজা করে বইতে লিখেছেন, “কোনও কারণ ছাড়াই আমরা দুই বন্ধু একে অপরের জন্য দুঃখ পাই।” তবে কিছুদিন পরেই দুই বন্ধুর গুপ্ত-রাগ গলে জল হয়ে যায় বলেও জানান করণ।