নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’

বড় সাফল্য পেল ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবিটি। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ‘ডিকশনারি’। চলতি মাসের ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘ডিকশনারি’। সেই ছবি ইতিমধ্যেই দর্শকদের মন জয়ের পাশাপাশি বক্সঅফিসেও ভাল ব্যবসা করেছে। এবার এই ছবির মুকুটে জুড়ল নতুন পালক। এবার নেপালের চলচ্চিত্র উৎসবে ‘ডিকশনারি’ দেখানো হবে, এই খবরে বাড়তি অনুপ্রেরণা পেলেন ছবির কলাকুশলীরা। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ‘ডিকশনারি’র মাধ্যমেই প্রায় ১০ বছর পর সিনেমার পরিচালনায় ফিরেছেন ব্রাত্য বসু। আবির চট্টোপাধ্যায়, নুসরত জাহান,মোশারফ করিম ও পৌলমী বসু অভিনীত ‘ডিকশনারি’ ছবি সম্পর্কের অন্য অভিধান নিয়ে কথা বলেছে। এই ছবির সৌজন্যে ফের একবার আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরত জাহান। পরিচালক ব্রাত্য বসু এবং প্রযোজক ফেউদৌসুল হাসান সাহিত্যিক বুদ্ধদেব গুহর লেখা দু’টি গল্প ‘বাবা হওয়া’ আর ‘স্বামী হওয়া’কে সুন্দর ভাবে মিশিয়েছেন।  চিত্রনাট্যকে একটি গল্পের কাঠামোয় বেঁধেছেন দুই নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য নিজে। দু’জনেই নাট্য জগতের হওয়ায় চিত্রনাট্যের বাঁধুনিতে ছিল নাটকের দৃশ্যান্তরের ছাপ। কাটা কাটা ছোট ছোট দৃশ্য নিয়ে সময়ের খেলা। তবে অবশ্যই সেই যাতায়াত খুবই মসৃণ, সাবলীল এবং স্বাভাবিক ছিল। যা ছবির গতিশীলতা বাড়িয়েছে। কলকাতার পাশাপাশি বোলপুর, শান্তিনিকেতনে হয়েছে ছবির শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *