প্রকাশ্যে এল তথ্যচিত্র ‘আমি সৌমিত্র-র টিজার

কথাতেই বলে, শিল্পীর মৃ্ত্যু হয়, শিল্পের নয়। আর তাই তো আজও বাঙালি তথা বাংলার মনে তিনি রয়ে গিয়েছেন বাঙালির আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি চলে গিয়েছেন দেখতে দেখতে হয়ে গিয়েছে তিন মাস। তাঁর মৃত্যুশোকে বিহ্বল হয়ে পড়েছিল গোটা টলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু আজও তিনি মানুষের মনে বিরাজমান। আন্তর্জাতিক ভাষা দিবসে তাঁর জীবনী নিয়ে তৈরি তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’র টিজার প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও শেয়ার করেছেন সৌমিত্র-কন্যা পৌলমী বসু। ৩০ সেপ্টেম্বর শেষ শুটিং করার ৬ দিন পর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ফলে অসমাপ্ত রয়ে যায় তথ্যচিত্রের কিছু কাজ। তবে যতটুকু হয়েছে তা দিয়েই সামনে এসেছে তথ্যচিত্রটির টিজার। এই তথ্যচিত্রে শুধু অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নন, কবি, নাট্যকার, নাট্যপরিচালক, চিত্রকর সৌমিত্রকেও দর্শক আরও কাছ থেকে জানতে পারবেন। গোটা বিষয়টির নেপথ্যে রয়েছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। পাশাপাশি এই কাজে সৌমিত্র কন্যা পৌলমীও প্রচুর সাহায্য করেছেন বলে জানিয়েছেন পরিচালক। এই তথ্যচিত্র একটু আলাদাভাবে তৈরি করতে চেয়েছেন পরিচালক। দীর্ঘক্ষণের আড্ডা ক্যামেরাবন্দি করেছেন তিনি। যে আড্ডায় ছিলেন পরিচালক সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী, কৌশিক সেন, দেবশংকর হালদার-সহ আরও অনেকেই। অভিনয় জীবনের দীর্ঘ চলার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা কাজ নিয়ে আলোচনা, কবিতাপাঠ, নাটক নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ‘আমি সৌমিত্র’।

Ami Soumitra

Soumitra Chatterjee a legend in Bengal's Cultural Scape has left behind a rich legacy that will always be cherished. Presenting "Ami Soumitra" his last memories with us.

Posted by CINEX Entertainment on Sunday, 21 February 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *