চলে গেলেন দক্ষিণী পরিচালক নারানিপূজা। মাত্র ৩৭-এই শেষ হয়ে গেল পরিচালকের পথচলা। জানা যাচ্ছে, আচমকাই হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ায় সম্প্রতি কোয়েম্বাটোরের কেজি হাসপাতালে ভর্তি করা হয় নারানিপূজাকে। এরপর তাঁর শারীরিক অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হওয়ায়, সেখান থেকে কোচির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কোচির ওই হাসপাতালের মস্তিষ্কে রক্তক্ষণের জেরে মৃত্যু হয় ওই পরিচালকের। নারানিপূজার মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন বিজয় বাবা নামে দক্ষিণের এক প্রযোজক। নারানিপূজার মতো একজন তরুণ প্রতিভাবান পরিচালকের মৃত্যুর খবরে দক্ষিণী সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। সুফিয়াম সুজাতায়ুম নামে জনপ্রিয় একটি সিনেমার পরিচালক নারানিপূজার মৃত্যতে মালায়লম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।