‘সান্তা’ সেজে মূক-বধির শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন ঋতাভরী

বড়দিনের আগেই ‘সান্তা’ সাজলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বিধাননগর এলাকার মূক-বধির শিশুদের একটি স্কুলে ঋতাভরী পৌঁছে গিয়েছিলেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আনন্দে দিনটা কাটালেন অভিনেত্রী। ‘সান্তা’ ঋতাভরীর ঝুলিতে ছিলে নানান ধরনের বাক্স, সেই বাক্সে ভরা বল, পুতুল, গাড়ি সহ ছিল আরও বিভিন্ন ধরনের খেলনা। যা অভিনেত্রীর তরফে স্কুলের শিশুদের জন্য ছিল ক্রিসমাসের উপহার।   ঋতাভরীর কাছ থেকে উপহার পেয়ে ভীষণ খুশি স্কুলের ছোট ছোট শিশুরা। স্কুলের শিশুদের সঙ্গে সময় কাটানোর বেশকিছু ছবি ও ভিডিয়ো উঠে এসেছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজে। তবে এবার প্রথম নয়, প্রতি বছরই ক্রিসমাসে ওই  স্কুলে শিশুদের সঙ্গে সময় কাটান ঋতাভরী।