এবার বলিউড পেরিয়ে হলিউডে পা রাখছেন ফারহান আখতার। অন্যতম বড় আমেরিকান প্রযোজনা সংস্থা মার্ভেল স্টুডিয়োর একটি ছবিতে অভিনয় করছেন ফারহান। যদিও এই ছবি নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। চুপি চুপিই তিনি মুম্বই ছেড়েছেন এই ছবির শুটিংয়ের জন্য। সূত্রের খবর, এই মুহুর্তে ব্যাংককে রয়েছেন ফারহান। সেখানে চুপিসারে শুটিং শুরু করে দিয়েছেন তিনি। এই ছবিতে ফারহানের সঙ্গে অভিনয় করছেন আন্তর্জাতিক শিল্পীরা। তবে মার্ভেল স্টুডিয়োর এই ছবিতে তিনি কোন চরিত্রে অভিনয় করছেন বা ছবির বিষয় কী তা নিয়ে ছবির কলাকুশলীরা মুখে কুলুপ এঁটেছে। ফারহান আখতার শুধু একজন অভিনেতা নন, তিনি পরিচালক,লেখক এবং গায়কও। তবে মার্ভেল স্টুডিয়োর ছবিতে এই সুযোগ নিঃসন্দেহে তাঁর মুকুটে নতুন পালক জুড়ে দিল।