একসঙ্গে বেড়াতে গেলেন বলিউডের তিন ‘ওয়ান্ডার ওমেন’

 সিলভার স্ক্রিনের রেষারেষিকে দূরে সরিয়ে রেখেও আজীবন ব্যক্তি জীবনে যে বন্ধুত্ব বজায় রাখা যায়, তা ফের প্রমাণ করে দিলেন আশা পারেখ, ওয়াহিদা রহমান এবং হেলেন। দীর্ঘদিনের বন্ধুত্ব এই তিন বর্ষীয়ান অভিনেত্রীর। তাঁদের সূত্র ধরে অভিনেত্রীদের পরিবারও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। তিনজনেই একসঙ্গে নিজেদের পরিবার নিয়ে বেড়াতে গেলেন। সোশ্যাল ওয়ালে সেই ছবি শেয়ার পর অনুরাগীদের ভালবাসা, শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিন নায়িকা। তিন বন্ধু আন্দামানে বেড়াতে গিয়েছেন। আর সেখানেই ফ্রেমবন্দি হয়েছেন। এই বয়সেও তিন জনের ফ্যাশন সেন্স রীতিমতো ঈর্ষণীয়।

https://www.instagram.com/p/CNVgpjcFwzf/?utm_source=ig_embed