বিয়ে থেকে রিসেপশন সব কিছু মিটিয়ে এবার মধুচন্দ্রিমায় গেলেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। একে অপরের সঙ্গে সময় কাটাতে পাহাড়ে উড়ে গেলেন টলিউডের এই জুটি। দার্জিলিঙে গিয়ে পুরোনো স্মৃতিতে ভাসলেন গৌরব। দেবলীনাকে নিজের স্কুল দেখানোর ইচ্ছা ছিল বহুদিনের। মধুচন্দ্রিমায় এসে অবশেষে ইচ্ছেপূরণ হল গৌরবের। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে দেবলীনা শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রাম পেজে। দার্জিলিঙের সেন্ট পলস স্কুলের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন নবদম্পতি। ক্যাপশনে দেবলীনা লিখলেন, ‘যখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে, তখন থেকে গৌরব আমাকে এই জায়গাটি দেখাতে চেয়েছিল। গতকাল শেষমেশ ইচ্ছেপূরণ হল। গৌরবের হাসি যেন থামছিলই না ‘। ছবিতে দেখা যাচ্ছে, খয়েরি লেদার জ্যাকেট এবং রিপড জিনসে ক্যাজুয়াল লুকে দেবলীনা। অন্য দিকে ক্রিম রঙের লম্বা ঝুলের জ্যাকেট এবং রোদ চশমায় তাক লাগাচ্ছেন ‘মথুরবাবু’।