হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সুশান্তের বাবা কেকে সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং রাজপুত হাসপাতালে ভর্তি। জানা যাচ্ছে, হার্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হরিয়ানার ফরিদাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। কেকে সিং রাজপুতের হাসপাতালে ভর্তি থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সুশান্ত অনুরাগীদের মধ্যে সৌম্যাদীপ্ত বলে এক ব্যক্তি টুইটারে কে কে সিং রাজপুতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শেয়ার করেন। আর এরপরেই এই খবরটি ভাইরাল হয়। সৌম্যাদীপ্তের শেয়ার করা ছবিতে হাসপাতালে বেডে বসে থাকতে দেখা যাচ্ছে কেকে সিং রাজপুতকে। তাঁর দুপাশে রয়েছেন দুই মেয়ে প্রিয়াঙ্কা এবং মীতু সিং। সুশান্তের বাবার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।