আজ বসতে চলেছে ইমন চক্রবর্তী-র বিয়ের আসর। বিয়ের পিঁড়িতে বসার কয়েক ঘণ্টা আগে মেহেন্দির ছবি শেয়ার করলেন ইমন। হলুদ রঙের শাড়ি পরে মেহন্দির আসরে বসেন ইমন চক্রবর্তী। মেহন্দির সাজে এক্কেবারে বাঙালি লুকে ধরা দেন ইমন। পাশাপাশি একেবারে অন্য ধারার ছবি প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন গায়িকা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মঙ্গলবার একটি ছবি শেয়ার করেন ইমন। যেখানে ক্যাজুয়াল পোশাকের সঙ্গে হাতে শাখা, পলা পরে ঘুমোতে দেখা যায় ইমনকে। ছবির সঙ্গে ইমন ক্যাপশনে লেখেন, ‘যুদ্ধ শুরুর আগে একটু বিশ্রাম’। সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়ার আগে রবিবার আইনি বিয়ে সেরে ফেলেন ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। হালকা কমলা রঙের শাড়ির সঙ্গে সোনার গয়নায় সেজে নীলাঞ্জনের সঙ্গে কাগজপত্রের কাজ সেরে ফেলেন বাংলার জনপ্রিয় গায়িকা। ইমন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও আইনি বিয়ের সেই ছবি শেয়ার করেন। রবিবার আইনি বিয়ের পর যে ছবি শেয়ার করেন ইমন চক্রবর্তী, সেখানে নীলাঞ্জনকে উষ্ণ আদর থেকে শুরু করে তাঁর সাজগোজ, সবকিছুই উঠে আসে ক্যামেরার ফ্ল্য়াশে।