রাত পোহালেই নতুন বছর। সুদিন ফেরার আশায় গোটা বিশ্ব। তার আগে অতীতের পাতার ঘটনাবহুল এই বছরকে কবিতার মাধ্যমে স্মরণ করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছন্দে ফেরালেন বিশেষ বিষাক্ত স্মৃতিগুলি। বছরশেষে অনেকেই পার্টির প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ভবিষ্যতের পথে পা বাড়ানোর আগে অতীতের গুরুত্ব অনুভব করা প্রয়োজন। সেই তাগিদ অনুভব করেই দুই বছরের সন্ধিক্ষণে কবিতাটি লিখে ফেলেছেন রুদ্রনীল। সাদা-কালোর প্রেক্ষাপটে নিজে তা পাঠ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বিশের বিষ আজ শেষ। রাত ফুরোলেই ২১! কিছু ফ্ল্যাশব্যাক’। কবিতায় উঠে এসেছে কৃষকদের সংঘর্ষের কথাও।