করোনামুক্ত হয়ে কাজে ফিরলেন অভিনেত্রী কাজল। আসতে চলেছে রেবতীর পরিচালনায় ছবি ‘সেলাম ভেঙ্কি’। ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজেই এই নতুন ছবি আসার কথা জানান। পরিচালক রেবতীর সাথে এই প্রথম কাজ করছেন অভিনেত্রী কাজল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবি ‘সেলাম ভেঙ্কি’ শুটিং। সূরজ সিংহ, শ্রদ্ধা আগরওয়াল, বর্ষা কুকরেজা প্রযোজনায় আসতে চলেছে পর্দায় নতুন ছবি ‘সেলাম ভেঙ্কি’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে রেবতী পরিচালনায় ছবি ‘সেলাম ভেঙ্কি’।