প্রয়াত হলেন ভীষ্ম গুহঠাকুরতা

একে একে চলে যাচ্ছেন প্রবীণ শিল্পীরা।প্রয়াত হলেন অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। সম্প্রতি তিনি আক্রান্ত হয়েছিলেন করোনায়, সংক্রমণ কমলেও নানা সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। ভর্তি করা হয়েছিল তাঁকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। পরিচালক সত্যজিৎ রায়ের ভাগ্নে ছিলেন তিনি। অভিনয়ের সাথে ছিলেন রবীন্দ্র সংগীত গাওয়া থেকে শুরু করে পিয়ানো বাজানো, পারদর্শী ছিলেন ক্রিকেটেও। সন্দীপ রায়ের পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ‘নষ্টনীড়’ নাটকের সুবাদেই আসা তাঁর চলচ্চিত্র জগতে। নাটকে তাঁর অভিনয় দেখেই পরিচালক তপন সিংহের হাত ধরেই প্রথম অভিনয় করেন ‘রাজা’ ছবিতে। এরপর একে একে অভিনয় করেন ‘আতঙ্ক’, ‘হারমোনিয়াম’, ‘অন্তর্ধান’, ‘বৈদুর্য রহস্য’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘বাঞ্ছারামের বাগান’, সত্যজিৎ রায়ের ছবি ‘গণশত্রু’, ‘শাখা-প্রশাখা’ প্রভৃতি ছবিতে তাঁর অভিনয় জয় করেছিল দর্শকদের মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *