সাগ্নিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেনস্টাইল’। সম্প্রতি মুক্তির পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও কৌশিক গাঙ্গুলি অভিনীত ওয়েব সিরিজ ‘টিকটিকি’। তার কিছুদিনের মধ্যেই নতুন সিরিজের কিছু ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় কৌশিক গাঙ্গুলি। ইতিমধ্যেই ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেনস্টাইল’এর শুটিং শেষ হয়েছে। আগামী এপ্রিল মাসে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’এ মুক্তি পাবে সিরিজটি। ছবিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করবেন শ্রীতমা দে, দীপ দে, ইপ্সিতা কুণ্ডু, রেমো। তাছাড়াও রয়েছেন ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত, অয়ন্তিকা পালও।