প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

চলচ্চিত্র জগতে আবার এক নক্ষত্রের পতন। প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা তারপর সেখান থেকেই প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে যাওয়ার পরই বুকে ব্যাথা শুরু হয়। বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করেন অভিনেতা কিন্তু শেষ রক্ষা আর হল না বৃহস্পতিবার ভোরেই চিরদিনের জন্য বিদায় নিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। প্রয়াত অভিনেতার মৃত্যুর খবরে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন টলিউডের অসংখ্য তারকারা। রয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা। বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম অভিনেতা ছিলেন তিনি। শুধু টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ ছিলেন না তিনি ছোটপর্দাও অসংখ্য ধারাবাহিকে করেছেন তিনি। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো অভিনেতাদের সাথেও কাজ করেছিলেন তিনি। শতাব্দি রায়, ঋতুপর্না সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, দেবশ্রী রায়ের মতো সমসাময়িক অভিনেতাদের সাথে একই পর্দায় কাজ করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘মধুর মিলন’ প্রভৃতি। কয়েকবছরের বিরতির পর তাঁকে আবার দেখা গিয়েছিল ছোটপর্দায় ‘ইচ্ছেনদী’, ‘অপুর সংসার’, ‘পিতা’, ‘কুসুম দোলা’, ‘অন্দরমহল’, ‘ফাগুন বউ’, ‘মোহর’, ‘খড়কুটো’র মতো অসংখ্য ধারাবাহিকে। তাঁর এই অকাল মৃত্যুর জন্য শোকস্তব্ধ চলচ্চিত্র জগত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *