সমাজের প্রান্তিক মানুষদের গল্প বলেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ বারবার এই সব মানুষের জীবন জীবিকার গল্প তিনি তুলে ধরেছেন সেলুলয়েডে৷ এবার গ্রামীণ ও দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত কাবাডি খেলা কৌশিকের ছবির বিষয়বস্তু৷ ছবির নাম ‘কাবাড্ডি কাবাড্ডি’৷ কাবাডি এবং তাঁকে জড়িয়ে এক জীবনধারার কথাই বলবেন কৌশিক৷ অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী ও সোহিনী সরকার৷ একদিকে হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনে, অন্যদিকে নগরায়ণের পথে পা বাড়ানোর মধ্যে প্রতিদিনের লড়াই, ক্রমাগত দ্বন্দ্বের কথা উঠে আসবে কৌশিকে নতুন ছবিতে৷ আবারও কৌশিক-ঋত্বিক জুটি বাঁধছে কাবাড্ডি কাবাড্ডি ছবির জন্য৷ ছবির সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ বোলপুরে ছবির কিছু অংশের শ্যুটিং হবে৷