ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ খের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিজেপির সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের।  প্রথমে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়। তাদের দাবি, কিরণ খেরের মাল্টিপল মিলোমা রয়েছে, এটি এক ধরনের ব্লাড ক্যান্সার। তাঁর শরীরে প্রচুর মায়েলুমা পাওয়া গিয়েছে। ব্লাড ক্যান্সারের একটি ধরণ এটি। এখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে এই রোগ। মুম্বইতে তাঁর চিকিৎসা চলছে। পরে অবশ্য টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন কিরণের স্বামী অনুপম খের। অনুপম লেখেন, “সবাইকে জানাতে চাইছি কিরণ মায়ালোমা, এক ধরণের ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে ওর চিকিৎসা চলছে। কিরণ সারা জীবনই যুদ্ধ করেছে, তাই আমরা নিশ্চিত আগের থেকেও আরও বেশি শক্তি নিয়ে ও ফিরে আসবে। অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের হাতে তাঁর চিকিৎসা চলছে সে জন্য আমরা কৃতজ্ঞ।” চণ্ডীগড় বিজেপির সভাপতি অরুণ সুদ এই খবর জানিয়েছেন। সদ্য জানা যায় গত নভেম্বরে অভিনেত্রীর বাঁহাত ভেঙ্গে যায়। সেই চিকিৎসা চলাকালীন বিভিন্ন পরীক্ষায় জানা যায় অভিনেত্রীর বিভিন্ন শারীরিক সমস্যার কথা। ডিসেম্বর থেকে শুরু হয় তাঁর চিকিৎসা। সম্প্রতি যে পরীক্ষা হয়েছে কিরণের, তাতে ধরা পড়েছে যে ক্যান্সার কিরণের হাত ও কাঁধে ছড়িয়ে পড়েছে। গত বুধবার অরুণ সুদ বিশেষ ভাবে একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘গত বছর ১১ নভেম্বর কিরণ খেরের বাঁ হাত ভেঙে যায়। PGIMER-এ পরীক্ষার করানোর পর ধরা পড়ে তাঁর মাল্টিপল মিলোমা রয়েছে। এবং ব্লাড ক্যান্সারের এই প্রকারভেদ তাঁর বাঁ হাত ও ডান কাঁধে ছড়িয়ে পড়েছে। ৪ ডিসেম্বর থেকে মুম্বইতে থেকে চিকিৎসা করাচ্ছেন তিনি।’ অরুণ সুদ আরও জানিয়েছেন, ‘কোকিলেবান হাসপাতালে থেকে চিকিৎসা করিয়েছেন কিরণ। প্রায় ৪ মাসের চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থতার পথে তিনি। এখন তিনি আর হাসপাতালে ভর্তি নেই। তবে মাঝে মাঝেই কোকিলাবেন হাসপাতালে গিয়ে চেক-আপ করান তিনি।’ খবর জানার পর থেকেই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরুন, কামনা গোটা ইন্ডাস্ট্রির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *