লোপামুদ্রা মিত্রের অন্য ধারার উদ্যোগ ‘চারণ ফাউন্ডেশন’

গানের পাশাপাশি অন্যধারার কাজের করার উদ্যোগ নিলেন বিশিষ্ট সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। অন্যরকম কাজ করার তাগিদ থেকে “চারণ ফাউন্ডেশন” তৈরি করলেন লোপামুদ্রা। প্রথম উদ্যোগ অচেনা শান্তিনিকেতনকে চেনার। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি শান্তিনিকেতনে হবে আলপনা, সাঁওতালি নৃত্য, বাউল গান,ঘাসের গহনা তৈরির কর্মশালা। আগামী ৬ই ফেব্রুয়ারি  সকাল ১০টায়, শান্তিনিকেতনে সোনাঝুরি গেষ্ট হাউজ, যা ‘দুর্গাবাড়ী’ নামে পরিচিত, সেখানে  শ্রী সুধী রঞ্জন মুখোপাধ্যায় আলপনা শেখাবেন, এবং আলপনা নিয়ে কিছু কথাও বলবেন। শান্তিনিকেতনের আশ্রম শিক্ষায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে আলপনার প্রচলন করেছিলেন, তা ছিল প্রকৃতি শিক্ষারই একটা রূপ। আচার্য নন্দলাল বসুর শিক্ষাদর্শে কিরণমালা দেবী, সুকুমারি দেবী, গৌরী ভন্জ, যমুনা দেবী, ননীগোপাল ঘোষ, এঁদের হাত ধরে আলপনার এই রীতি সারা পৃথিবীতে খ্যাতি পেয়েছে। পরবর্তীকালে সেই ধারা বহন করে আলপনারীতির সুযোগ্য শিল্পী হয়ে ওঠেন শ্রী সুধী রঞ্জন মুখোপাধ্যায়। ১৯৭৬এ সুধীদা জাতীয়বৃত্তি নিয়ে কলাভবনে আসেন। পরবর্তীকালে সেখানেই শিক্ষকতা করার সঙ্গে  শান্তিনিকেতনের বিভিন্ন ঋতুউৎসবে আলপনা দেওয়ার প্রধান কান্ডারী হয়ে ওঠেন সুধী রঞ্জন মুখোপাধ্যায়। এছাড়াও রবীন্দ্রনাট্যের পোশাক, অলঙ্কার, মঞ্চসজ্জাতেও  তাঁর অবদান স্মরনীয় হয়ে থাকবে।

https://www.instagram.com/p/CJWeSr6AMDg/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CJybHG7Away/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *