এখন শুধুই নতুন অতিথির আসার অপেক্ষায় দিন গুনছেন টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি রাজা গোস্বামী এবং মধুবনী। ফের একবার বেবি বাম্পে ছবি পোস্ট করলেন অভিনেত্রী মধুবনী। বেবি বাম্পের ছবি পোস্ট করে ক্যাপশানে তাঁর বাবা-মা কীভাবে তাঁকে খাওয়ার জন্য ব্যাতিব্যাস্ত করে তুলেছেন সেকথাই তুলে ধরেছেন তিনি। মধুবনী লিখেছেন, ‘খাওয়া ঘুম। খাওয়া পড়া। খাওয়া ক্লিক। খাওয়া শুট। খাওয়া গান। খাওয়া বিঞ্জ-ওয়াচ। খাওয়া. খেয়ে যাখুশি কর। খাওয়া খাওয়া খাওয়া। পুনরাবৃত্তি। আমার বর্তমান।’ অর্থাৎ, ঘুমোও, ছবি তোলো, গান করো, যা কিছুই করো না কেন মাঝে শুধু খেয়ে নিতে হবে, এটাই এখন মধুবনীর কাছে তাঁর বাবা-মায়ের একমাত্র দাবি।