প্রকাশ্যে এল পরিচালক শান্তনু বাগচির পরবর্তী ছবি ‘মিশন মঞ্জু’-র প্রথম পোস্টার। এই ছবিতে ‘র’ এজেন্টের চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ মলহোত্রা। দক্ষিণী তারকা রশমিকা মন্দনাকে এই ছবিতে সিদ্ধার্থর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এই ছবির মাধ্যমে প্রথমবার হিন্দি ছবিতে দেখা যাবে রশমিকাকে। এর আগে একাধিক তেলুগু ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ সোশাল মিডিয়ায় পোস্টারের ছবি শেয়ার করেন সিদ্ধার্থ। সেখানে বন্দুক হাতে দেখা গিয়েছে তাঁকে। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে পাকিস্তানের ম্যাপ। আগুনে পুড়ছে গোটা শহর। পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, “শত্রুদের ডেরায় গিয়ে অভিযান চালিয়েছিল আমাদের গোয়েন্দারা! #মিশনমঞ্জুর প্রথম লুক।’ ছবির গল্প লিখেছেন পারভেজ শেখ, অসীম অরোরা ও সুমিত বাথিজা। আর ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে আরএসভিপি ও গিল্টি। ২০২১-এর ফেব্রুয়ারিতে শুরু হবে ছবির শুটিং। সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে এই ছবি। ১৯৭০ সালের পাকিস্তানে একটি অভিযান চালিয়েছিল ভারত। আর সেই ঘটনাই বদলে দিয়েছিল ভারত-পাকিস্তানের সম্পর্ককে। এবার ওই ঘটনাই বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক শান্তনু বাগচি।