বর্তমানে কলকাতায় রয়েছেন মল্লিকা শেরাওয়াত। এক সময়ে তাঁর লাস্যময়ী ভঙ্গিমায় বুক কেঁপে উঠত আসমুদ্র হিমাচলের। হলিউডেও বেশ কিছু ছবি করেছেন তিনি। তবে বহু দিন হল বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। ছবি নয়, ওয়েব সিরিজ দিয়ে আবার কামব্যাক করছেন মার্ডার গার্ল। গুলাব গ্যাং খ্যাত পরিচালক সৌমিক সেন পরিচালিত প্রোডাকশন নম্বর ১ নামের একটি ওয়েব সিরিজে বিশেষ চরিত্রে দেখা যাবে মল্লিকাকে। এই সিরিজের বেশিরভাগ শ্যুটিংই হবে কলকাতা ও শহরতলিতে। মূলত সেই কাজেই কলকাতা আসা মল্লিকার। কলকাতায় কাটানো তাঁর কয়েকটি মুহূর্তের ছবি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। প্রতিটি ছবিতেই নজর কেড়েছে মল্লিকা।
https://www.instagram.com/p/CLBaeMVp3Ac/?utm_source=ig_web_copy_link