ধর্ষিতাদের যন্ত্রণার কাহিনি তুলে ধরবেন অপর্ণা সেন, মুখ্য চরিত্রে অর্জুন রামপাল এবং কঙ্কনা সেনশর্মা

‘ঘরে-বাইরে’র পর বছর দুয়েক বাদে আবারও পরিচালকের আসনে অপর্ণা সেন। তবে এবার বাংলায় নয়, বরং হিন্দি ছবির কাজে হাত দিতে চলেছেন তিনি। বিষয়বস্তুও সামাজিক ইস্যু। একজন ধর্ষিতার জীবনে যেভাবে অন্ধকার নেমে আসে, যেসব প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট নারীকে, তা নিয়েই ছবির প্রেক্ষাপট। সমাজ যখন বারবার তার চোখে আঙুল দিয়ে বোঝায় যে, ধর্ষণকারী নয়, আদতে ধর্ষণের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা সেই নারীই যেন ‘নরকের কীট’, সমাজের সেই ‘ঘুণধরা মন-মানসিকতা’ই অপর্ণা সেন তুলে ধরবেন তাঁর ছবির মধ্য দিয়ে। শোনা যাচ্ছে, অপর্ণার এই ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন অর্জুন রামপাল এবং কঙ্কনা সেনশর্মা। ছবির নাম- ‘দ্য রেপিস্ট’। সব ঠিক থাকলে আগামী মার্চেই শুটিং শুরু করছেন অপর্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *