টলিউডের তাবড় পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর সদ্যোজাত পুত্র ইউভান আপাতত অনবরত উপহার পেয়ে চলেছে। এমনই এক উপহার এসেছে খোদ রাজ্যের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর চক্রবর্তীর তরফে। উল্লেখ্য, রাজ, শুভশ্রীর সন্তান হওয়ার পরও তিনি দম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিল্ন। আর এবার খোদ মিমির থেকে ইউভানের জন্য এলো একরাশ উপহার। উপহারে যেমন রয়েছে বেবি কিট, তেমনই রয়েছে টেডি বিয়ার। আর সেই উপহার পেয়ে শুভশ্রীও ইউভানের তরফে মিমিকে ধন্যবাদ জানিয়েছেন। শুভশ্রী ইন্সটাগ্রাম স্টেটাসে মিমির পাঠানো উপহারের ছবি দিয়ে লেখেন ‘ইউভান বলছে, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ মিমি।’