এবার বড়পর্দায় আসতে চলেছে মাদার টেরিজার বায়োপিক। তাঁর জীবনের চড়াই উতরাই, টানা পোড়েন, সবদিক নিয়েই এই ছবি। ছবির নাম ‘কবিতা অ্যান্ড টেরিজা’। আলবেনিয়ার এক ছোট্ট মেয়ে, শীতের ইউরোপ থেকে দূরে তপ্ত বাংলায় তাঁর পা এসে থামল। লরেটো স্কুলের শিক্ষিকা থেকে নীল পার সাদা শাড়ির মা। অভুক্ত থেকে, যন্ত্রণায় কাতরেও অন্যের মুখে খাবার তুলে দিয়েছেন ইনি। নিস্বার্থ সেবায় নিয়োজিত ছিল তাঁর প্রাণ। তিনি মাদার টেরিজ। মাদার বলতেন, যীশু তাঁকে জনসাধারণের সেবা করতে আদেশ দিয়েছিলেন। তার অন্যথা করা উচিত হবে না। সেই থেকে মাদারের সেবার পথে চলায় যাত্রা শুরু। নিজেই বেছে নিয়েছিলেন যন্ত্রণাভরা জীবন, শুধু মানুষের পাশে দাঁড়বেন বলে। সেই মাদার টেরিজার বায়োপিক তৈরি হবে ইংরাজি ভাষায়। মাদারের জীবনকাহিনি তুলে ধরতে আগ্রহী ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং ভারতের প্রযোজকরা। আজ, ১৯ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হল কলকাতায়। আজ থেকে বনমালি সরকার স্ট্রিট, হাতিবাগান, এসপ্ল্যানেড, লোহিয়া মাতৃ সেবা সদন হাসপাতাল চত্বরে হবে শুটিং। কমল মুসালের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে বিদেশি অভিনেত্রী জ্যাকলিন। দীপ্তি নাভাল ও ‘অক্টোবর’ খ্যাত নায়িকা বনিতা সান্ধু কে।