কাছের মানুষকে চুম্বনে ভরিয়ে দিলেন ঋতাভরী চক্রবর্তী

কাছের মানুষের জন্মদিনে তাঁকে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রকাশ্যেই তাঁকে চুমুতে ভরিয়ে দিলেন ভালোবাসার মানুষকে। ঋতাভরীর এই মনের মানুষটি হলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। গতকাল ছিল ব্র্যাড পিটের ৫৭ বছরের জন্মদিন। ওইদিন নিজেকে লাল লিপস্টিকে সাজিয়ে হলিউড তারককে চুম্বনে ভরিয়ে দিয়েছেন ঋতাভরী। মুখোমুখি দেখা করে চুম্বন না দিলেও অভিনেতার পুতুলে চুমু দিলেন অভিনেত্রী। একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা গেল ব্র্যাড পিটের পুতুলটিকে আদর করছেন ঋতাভরী। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ”শুভ জন্মদিন আমার ভালবাসা #Brad Pitt। আমি এই মানুষটির জন্য পাগল, আর এটা কোনও বিষয় নয়। আমি যখন এই টাইলার ডারডেন (Tyler Durden) অ্যাকশন চরিত্রটি দেখেছিলাম, তখন আমি আমার উত্তেজনা আমার মায়ের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আপনি ঠিক শুনেছেন – আমার মা”।