ভালোবাসার দিনেই প্রকাশ পেল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ছবি ‘বেলাশুরু’-র মোশন পোস্টার। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতী সেনগুপ্তকে। এ জগত থেকে চিরবিদায় নিলেও এখনও তাঁরা রয়েছেন সকলের হৃদয়ে। ছবিতে অভিনীত সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতী সেনগুপ্ত দুজনেই বেঁচে নেই এই জগতে কিন্তু রয়েছে তাঁদের অভিনীত বহু স্মৃতি। শেষবারের মতো দেখা যাবে তাঁদের ছবির পর্দায়। নতুন ছবি ‘বেলাশুরু’ আসছে আগামী ২০শে মে।