সোশ্যাল মিডিয়ার পেজে একটি নিমন্ত্রণপত্র পোস্ট করে দর্শকদের মধ্যে নানা প্রশ্ন জাগিয়ে দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ ভালোবাসার দিনেই বিয়ের নিমন্ত্রণ! তবে কি এটা সত্যি! নাকি কোনো ছবির ঝলক! এক সময় টলিপাড়ার জনপ্রিয় জুটি ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। শেষ তাঁদের দেখা গিয়েছিল ‘প্রাক্তন’ ছবিতে। তারপর আর দেখা যায়নি এক ছবির ফ্রেমে তাঁদের। তাই দর্শকদের চমক দিতে আবার কি দেখা যাবে এই জুটিকে? সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা দিয়ে শুরু এক ছোট ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। তাতে এক নিমন্ত্রণপত্র দিয়ে লেখা, ‘শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ, সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি – প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ে সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। বিনীত /বিনীতা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত’। অনুরাগীরা অধীর আগ্রহে রয়েছে এই বিয়ের পরিণতি দেখার অপেক্ষায়।
https://www.instagram.com/p/CZ8WBUMDM78/?utm_source=ig_web_copy_link