আগামী ৭ই সেপ্টেম্বর বিশ্বব্য়াপী মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, বিজয় সেতুপতি সহ বেশকিছু অভিনেতা অভিনেত্রীরা। শুধু হিন্দি নয় তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেতে চলেছে ‘জাওয়ান’ ছবিটি। ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে সব জায়গায়। জানা যাচ্ছে, এই ছবির তেলেগু-ডাব করা সংস্করণের সকাল ৬টার শো অগ্রিম বুকিং ইতিমধ্য়েই ৮০% পূর্ণ হয়ে গেছে। ছবি মুক্তির হাতে মাত্র কিছু সময় বাকি। তাই সিনেপ্রেমীদের উন্মাদনার পারদও চড়ছে ক্রমশ।