আরও একবার রুপকথার গল্প নিয়ে আসছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। ছবিটির নাম ‘পক্ষীরাজের ডিম’। জিও স্টুডিও এবং এসভিএফ মিলিতভাবে বড়পর্দায় আনতে চলেছে নতুন এই ছবিটি। অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শ্যামল চক্রবর্তী, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু প্রমুখকে। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যোতি দেশপাণ্ড, শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি।
উল্লেখ্য, অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ গল্পটি বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। এবার ‘পক্ষীরাজের ডিম’ ছবিটি ফিরিয়ে আনবে বাংলার রূপকথার গল্পের নস্ট্যালজিয়াকে।