ফের ইন্দ্রপতন সঙ্গীতের দুনিয়ায়। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সুরকার শ্রবণ রাঠোর। বৃহস্পতিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন শ্রবণ। ফুসফুসেও সংক্রমণ ছিল। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। শ্রাবণের ছেলে সঞ্জীব রাঠোর সেদিনই জানিয়েছিলেন বাবার অবস্থা একেবারেই ভাল নয়। কোমরবিডিটি থাকার কারণে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না সেভাবে। অবশেষে তিন দিন হাসপাতালে যুদ্ধ চালালেও এ দিন রাত ১০টা ১৫ নাগাদ প্রয়াত হলেন সুরকার শ্রবণ রাঠোর। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতেও বিষাদ নেমে এসেছে।