হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা অমিত মিস্ত্রী

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা অমিত মিস্ত্রী। শুক্রবার সকালে আচমকা মৃত্যু হয় তাঁর। পারিবারিক সূত্র থেকে জানা যাচ্ছে, মুম্বইয়ে আন্ধেরির বাড়িতেই ছিলেন অমিত। এ দিন সকালে আচমকাই হৃদরোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৪৭। শুক্রবার সকালে অমিতের ম্যানেজার মহর্ষি দেশাই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি খুবই শকের মধ্যে রয়েছি। সব ঠিকই ছিল এবং তিনি বাড়িতেই ছিলেন। কোনও শরীর খারাপ হয়েছে বলেও জানাননি তিনি। ব্রেকফাস্টের পরই বুকে ব্যথা করছিল বলেছিলেন। এবং সেটা হার্ট অ্যাটাক ছিল এবং তাঁর পরিবারের কেউ তাঁকে হাসপাতালেও নিয়ে যেতে পারেননিষ এমন একজন অভিনেতাকে হারানো বিনোদন জগতের বিশাল ক্ষতি। আমি ওঁকে মিস করব।’ হিন্দি ও গুজরাতি ফিল্মের জনপ্রিয় মুখ ছিলেন অমিত। বলিউডে একাধিক ছবিতে কাজ করেছিলেন অমিত। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’-এ অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। ‘কেয়া কহেনা’, ‘এক চালিশ কি লাস্ট লোকাল’, ‘শোর ইন দ্য সিটি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘বে ইয়ার’, ‘এ জেন্টলম্যান’ ছবিতে কাজ করেছেন তিনি। ছবিতে অভিনয়ের পাশাপাশি থিয়েটার জগতেও তিনি ছিলেন চর্চিত নাম। তাঁর মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছে সিনটা (সিনে এন্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন)। ২০০৪ থেকে সিনটার সঙ্গে যুক্ত ছিলেন অমিত। অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘সিনটা অমিত মিস্ত্রির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। ২০০৪ সাল থেকে এই সংস্থার সদস্য ছিলেন তিনি।’ অমিতের মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন করণ গ্রোভার থেকে কুবরা শেঠ, করণবীর বোহরা, জ্যাকলিন ফার্নান্ডেজ। করণ ভি গ্রোভার ট্যুইটে লিখেছেন, ‘শকিং এবং খুবই খারাপ খবর। শান্তিতে থেকো ভাই।’ ট্যুইট করেছেন অভিনেত্রী কুবরা সাইত। তিনি লিখেছেন, ‘পৃথিবী তোমাকে মিস করবে। পরিবারকে সমবেদনা জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *