প্রথমবার জুটিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বরুণ ধাওয়ান এবং পরিণীতি চোপড়া। ‘ঢিশুম’-এর একটা গানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বটে, কিন্তু এই দুই বন্ধু এখনও কোনও ছবিতে জুটি বাঁধেননি। তবে এবার তাঁরা জুটি বাঁধছেন। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বরুণ ধাওয়ান এবং পরিণীতি চোপড়াকে জুটি বানিয়ে তৈরি করছেন একটি থ্রিলার ছবি। ছবির নাম ‘সাঙ্কি’। এটি একটি অ্যাকশান থ্রিলার। তবে এটি রিমেক ছবি। কিন্তু কোন ছবির রিমেক হতে চলেছে ‘সাঙ্কি’ তা নিয়ে মুখ খোলেননি প্রযোজক। ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন অনেকদিন থেকেই পরিণীতির সঙ্গে কাজ করার কথা ভাবছিলেন সাজিদ। এমনকী পরিণীতিকে নিয়ে তিনি ‘ঢিশুম ২’বানাবার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোনও কারণে সেই ছবি হয়নি। তাই ‘সাঙ্কি’ করার সময় সাজিদের প্রথম থেকেই মাথায় ছিল পরিণীতির কথা। তবে বরুণ এবং পরিণীতি ছবিটি করতে রাজি হলেও তাঁরা এখনও সাইন করেননি।