আবারও এক ছবিতে ঐন্দ্রিলা-অঙ্কুশ

আবারও একসঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরা। সূত্রের খবর, ইতিমধ্যে প্রযোজনা সংস্থাও লক হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে আবারও একসঙ্গে বড় পর্দায় নিয়ে আসছে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস।ভ্যালেন্টাইন্স ডে’র দু’দিন আগেই মুক্তি পেয়েছিল পরিচালক রাজা চন্দের ছবি ‘ম্যাজিক’। প্রথমবার এই ছবিতে জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। ইতিমধ্যেই বক্সঅফিসে হিট ঐন্দ্রিলা-অঙ্কুশ অভিনীত ‘ম্যাজিক’। দর্শকও তাঁদের এই জুটিকে বেশ পছন্দ করেছেন। ম্যাজিকের পর ঐন্দ্রিলার সঙ্গে পর্দায় আরও একবার জুটি বাঁধতে চান অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তেমনটাই জানালেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “ম্যাম, তোমার সঙ্গে আরও একবার কাজ করতে চাই। ডেট হলে জানাবেন।” তবে ঠিক কোন ছবিতে জুটি বাঁধবেন ঐন্দ্রিলা-অঙ্কুশ তা এখনও জানা যায়নি।

Wish to work with u again Mam.. date hole janaben 😉😉 .. #Magic5thWeek #MagicRunningSuccessfully

Posted by Ankush Hazra on Friday, 12 March 2021