পরিচালক সৃজিত মুখার্জীর পরিচালনায় আসতে চলেছে তাপসী পন্নুর অভিনীত ছবি ‘সাবাশ মিঠু’। ছবির পোস্টার আগেই বেড়িয়ে গিয়েছিল সোমবার মুক্তির পেল ছবির টিজার। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পন্নু। ছবিটি তৈরি হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটার এবং অভিনায়ক মিতালি রাজের জীবনকাহিনী নিয়ে। আগেও নারীকেন্দ্রিক কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা তাপসী পন্নুকে।
https://www.instagram.com/tv/CbWtfN8h93A/?utm_source=ig_web_copy_link