সদ্য মুক্তির পেয়েছে বলিউড অভিনেতা অনুপম খেরের অভিনীত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ যা বিনোদন জগতে ভালোই সাড়া ফেলেছে। সেই ছবির সাফল্যের মাঝেই ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবির নাম। আসতে চলেছে বিনোদনের শিরোনামে চর্চিত অভিনেতা অনুপম খেরের অভিনীত ছবি ‘আইবি ৭১’। ছবিতে তাঁর সাথে অভিনয় করতে দেখা যাবে বিদ্যুৎ জামওয়ালকেও। সোশ্যাল মিডিয়ার পেজে সোমবার অভিনেতা অনুপম খের বিদ্যুৎ জামওইয়ালের সাথে কিছু ছবি পোস্ট করে তাঁর ৫২৩তম ছবির কথা ঘোষণা করেন। সঙ্কল্প রেড্ডির পরিচালনায় আসতে চলেছে ‘আইবি ৭১’। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে অ্যাকশন হিরো ফিল্মস।