আমিরের পর এবার করোনা আক্রান্ত আর. মাধবন। টুইটারে ‘থ্রি-ইডিয়টস’-এর প্রসঙ্গে টেনে মজার পোস্ট করেছেন ফারহান মাধবন। ‘আল ইজ ওয়েল’ লিখে মাধবন জানিয়েছেন, তিনি ভাল আছেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে রণছোড় দাস ওরফে ‘র্যানচো’র ভূমিকায় ছিলেন আমির খান। আমিরের বন্ধু অনুগামী ফারহান কুরেশির ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবন। ‘থ্রি ইডিয়টস’ ছবি থেকে আমিরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে মাধবন লেখেন, ”ফারহান র্যানচোকে অনুসরণ করত। আর ভাইরাস সবসময় আমাদের পিছু নিত। তবে এবার ভাইরাস আমাদের ধরেই ফেলল। কিন্তু আল ইজ ওয়েল। কোভিড ভালো হয়ে যাবে। তবে আমরা এই দলে রাজুকে চাই না। আপনাদের সকলকে শুভকামনার জন্য ধন্যবাদ। আমি দ্রুত আরোগ্য লাভ করব।”