করোনায় আক্রান্ত মিলিন্দ সোমন

এবার করোনার কবলে পড়লেন মডেল, অভিনেতা মিলিন্দ সোমন। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানান মিলিন্দ। টুইটে মিলিন্দ লেখেন, ”টেস্টেড পজিটিভ। কোয়ারেন্টাইন”। তাঁর পোস্টেই স্পষ্ট, যে অভিনেতার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।