করোনায় আক্রান্ত হলেন বলিউড তথা কন্নড় ছবির অন্যতম অভিনেত্রী রাকুল প্রীত সিং। নিজের ট্যুইটার হ্যান্ডলে লিখে সেই কথা সকলকে জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি খবরটি দিয়ে লিখেছেন, “আমি করোনা পরীক্ষা করেছিলাম। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে নিজেকে আমি আইসোলেট করে রেখেছি। আপাতত আমি সুস্থ বোধ করছি এবং নিজের শরীরের খেয়াল রাখছি। আগামী সাত দিন আমি ভাল ভাবে বিশ্রাম নেব যাতে জলদি আবার শ্যুটিং ফ্লোরে ফিরে আসতে পারি”। রাকুল সবার উদ্দ্যেশে লিখেছেন, যারা তাঁর কাছাকাছি এই ক’দিন এসেছিলেন তাঁরা যেন সকলেই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেন এক বার। সকলেই তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলেছেন এবং পাশাপাশি নিজেদের শরীরের খেয়াল রাখতে বলছেন।